তথ্য কমিশনের কাজ চলছে ধীরগতিতে। আছে জনবলের স্বল্পতা এবং নেতৃত্বের অভাব। এ কারণে কমিশন সরকারের কাছ থেকে যে বরাদ্দ পাচ্ছে, তার বেশির ভাগই খরচ করতে পারছে না।
২০০৯ সালের জুলাই থেকে তথ্য অধিকার আইন বাস্তবায়নকারী সংস্থা হিসেবে কার্যক্রম শুরু করে তথ্য কমিশন। কমিশনের সর্বশেষ ২০১২ সালের বার্ষিক প্রতিবেদন বলছে, দরিদ্র জনগণ নিজস্ব উদ্যোগে এ আইনের সুফল ভোগ করতে পারছে না।
আইনটি প্রচারে ৬৪টি জেলা এবং সব উপজেলায় কমিশন এখন পর্যন্ত জন অবহিতকরণ সভা ও সেমিনার করতে পারেনি। কমিশনের পক্ষ থেকে বিলবোর্ড স্থাপন এবং প্রচারপত্র তৈরির কথা থাকলেও তা দৃশ্যমান নয়। ২০১০ সাল থেকে এ পর্যন্ত কমিশনে অভিযোগ দাখিল হয়েছে ৩০৬টি। ত্রুটিপূর্ণ এবং আইনের প্রক্রিয়া অনুসরণ না করায় কমিশন ১৩৮টি অভিযোগ আমলে নেয়।
দেশে সরকারি ও বেসরকারি পর্যায়ে মোট ১৩ হাজার ৬৮০ জন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার মধ্যে কমিশন এ পর্যন্ত প্রায় ছয় হাজার কর্মকর্তাকে প্রশিক্ষণ দিতে পেরেছে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS